About freelancing
ফ্রিল্যান্সিং করতে আগ্রহীদের জন্য আপনার উপদেশ।
![]() |
The best seo service in Bangladesh |
ফ্রিল্যান্সিং একটা চ্যালেঞ্জিং পেশা। আগে কাজ শিখুন তারপর কাজে এপ্লাই করুন। কারো কাছে ধরনা না ধরে গুগোলে সার্চ করে নিজেই শিখুন। এক্সপার্ট কারো থেকে সহযোগীতা চাইতে গেলে আপনার অপেক্ষা করা লাগবে। আর তিনি যেই সমাধানটা দিবেন আপনার মাত্র সেই একটা উপায় জানা থাকবে। know more
কিন্তু আপনি গুগল থেকে নিজে নিজে কিছু শিখে নেওয়া মানে আপনি যে কোন কিছুই শিখে নেওয়ার জন্য প্রস্তুত। অনেকটা মাছ ধরে দেওয়া আর মাছ ধরা শিখিয়ে দেওয়ার মত। ইন্টারনেট থেকে শেখা যায় না, এমন কিছু নেই। আর ইন্টারনেটে যারা শেখায়, বিভিন্ন লেখা লিখে, টিউটোরিয়াল তৈরি করে, তারা আমাদের চারপাশের মানুষ গুলো থেকে অনেক বেশি অভিজ্ঞ। শিখতে থাকুন। সফলতা নিশ্চিত।
The best seo service in Bangladesh